১২ই ফেব্রুয়ারি রোজ রবিবার ২০২৩ সালে, মহা আনন্দে উল্লাসে ৪২ তম জাতীয় সাংবাদিক সংস্থা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্মিলিত কেক কেটে অনুষ্ঠান আরম্ভ করা হয়। অনুষ্ঠান উপস্থিত ছিলেন প্রধান অতিথি কে এম খালিদ এমপি (মাননীয় প্রতিমন্ত্রী, সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়) প্রধান আলোচক বিচারপতি নিজামুল হক নাসিম, প্রধান উদ্বোধক আহমেদ ফিরোজ কবির এমপি, সভাপতিত্ব করেন লায়ন মোহাম্মদ নুর ইসলাম (চেয়ারম্যান জাতীয় সাংবাদিক সংস্থা) এছাড়াও শ্যামল দত্ত (সাধারণ সম্পাদক জাতীয় প্রেসক্লাব) মোহাম্মদ ফারুক হোসেন (মহাসচিব জাতীয় সাংবাদিক সংস্থা) ,মোঃ দেলোয়ার হোসেন ( সাংগঠনিক সম্পাদক ঢাকা প্রেস ক্লাব), খন্দকার মাসুদুর রহমান দিপু (আয়োজক কমিটির আহবায়ক), ডেন্টিস্ট মোঃ হাফিজুল ইসলাম তালুকদার ( দৈনিক রুদ্রবাতা ও রুদ্রকণ্ঠ সহ সম্পাদক, জাতীয় সাংবাদিক সংস্থার কার্যকরী পরিষদের সদস্য) এছাড়াও দেশ বরেণ্য সাংবাদিক বৃন্দ, বিভিন্ন বিভাগ থেকে বিভিন্ন জেলা থেকে উপস্থিত হয়েছে।
১৯৮২ সালের ১২ ই ফেব্রুয়ারি জাতীয় সাংবাদিক সংস্থা সংগঠনটির আরম্ভ হয়, দেখতে দেখতে 42 টি বছর পার হয়ে গেল, এই সংগঠনটি স্বাধীনতার পক্ষের সংগঠন, সাংবাদিকদের অধিকার নিয়ে, সাধারণ জনগণের অধিকার নিয়ে এই সংগঠন টি কাজ করে যায়, বর্তমানে এই সংগঠনের ভিতরে কিছু কুচক্রকারী ঢুকে ক্ষতি করার চেষ্টা করে, বর্তমান সংগঠনের চেয়ারম্যান বলিষ্ঠ কণ্ঠে বলেন, স্বাধীনতার বিপক্ষের লোকদের এই সংগঠনে আর আশ্রয় দেওয়া হবে না, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে এই সংগঠন এগিয়ে যাবে। অনুষ্ঠানটি চলাকালীন সময়ে সভাপতি হাত ধরে, কিছু দিকনির্দেশনা ও পরামর্শ দেন ডেন্টিস্ট হাফিজুল ইসলাম তালুকদারকে। দুপুরে লাঞ্চের পরে সংস্কৃতি অনুষ্ঠান আয়োজন করা হয় দেশের বিভিন্ন বিভাগ ও জেলা থেকে শিল্পীরা অনুষ্ঠানে যোগ দেন, নাচে গানে আনন্দ উল্লাসে জাতীয় প্রেসক্লাবে অডিটরিয়ামের ভিতরে ৪২ তম জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।