বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বক্তাবলী রাজাপুর ঘাটের ইজারা পেলেন শরীফ হোসেন মানিক রূপগঞ্জে ট্রাক চাপায় ভাঙ্গারি ব্যবসায়ী নিহত মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের চলমান বিভিন্ন ঘটনা নিয়ে বিশেষ সভা কেউ হুংকার দিবে গডফাদার হয়ে যাবে, বিএনপি হতে দেবে না: মামুন মাহমদ বন্দরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন ফল ও ঔষধি গাছের চারা বিতরণ বন্দর উপজেলার বিভিন্ন কাজের শুভ উদ্বোধন করলেন- জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা গণতন্ত্র পুনরুদ্ধার ও অধিকার আদায়ে দলকে শক্তিশালী করতে হবে : গিয়াসউদ্দিন হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা, স্ক্যান করা যাবে নথিপত্রও কড়ই গাছের ভেতরে জ্বলছে আগুন, নেভাতে ব্যর্থ ফায়ার সার্ভিস ৭ গোলের থ্রিলার ম্যাচে আল হিলালের ইতিহাস, ম্যানসিটির বিদায়

মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের চলমান বিভিন্ন ঘটনা নিয়ে বিশেষ সভা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৮.৫৭ এএম
  • ১ বার পড়া হয়েছে

মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের চলমান বিভিন্ন ঘটনার বিষয়ে শিক্ষক, রাজনীতিবিদ ও সাংবাদিকদের নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। ‎‎বুধবার (২ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশেষ এ সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

‎‎এসময় জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমরা লক্ষ্য করেছি সম্মানিত শিক্ষক যারা আছেন, তাদের মধ্যে একটা দলাদলি এবং ভেদাভেদ রয়েছে। শিক্ষকরা আমাদের আগামী প্রজন্মকে দাঁড় করাবে, তাদের মধ্যে আমরা কোনো বিভাজন চাইনা। আমরা চাই সঠিক সমাধান করে মর্গ্যান স্কুলের ঐতিহ্যকে আবার ফিরিয়ে আনতে।

‎‎ডিসি আরও বলেন, আমরা আজ যে সিদ্ধান্ত নিচ্ছি তা যদি আপনারা না মেনে নেন, তাহলে আমরা বুঝবো যে আপনারা এই শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে দাঁড়িয়ে আছেন। শিক্ষা প্রতিষ্ঠানে জয়েন করার পরই আপনি শিক্ষক পরিচয় পেয়েছেন সুতরাং আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনি দাঁড়াবেন না। এ বিষয়ে আমাদের একটা মনিটরিং কমিটি গঠন করা হবে।

‎‎শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ তারা ঠিকমতো উপস্থিত হয়না, তাই তাদের জন্য একটি ডিভাইস লাগিয়ে দেয়া হবে। এছাড়াও সকল মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ গ্রুপ ডিএক্টিভ করতে হবে বলে এসময় সভায় সিদ্ধান্ত নেয়া হয়।

‎এসময় বিশেষ এসভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাশফাকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্ম পরিষদের সদস্য মাওলানা মইনুউদ্দিন আহমদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুুল জব্বার, আইনজীবী সমিতির সভাপতি এড. হুমায়ুন কবির, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি সহ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজ এর শিক্ষকবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort