ফাতেমা আক্তার মাহমুদা ইভা : বৃহস্পতিবার ৩০ নভেম্বর দুপুর তিন ঘটিকায় মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য জেলা প্রশাসক নারায়ণগঞ্জ আসেন সেলিম ওসমান।
সেলিম ওসমান বলেন আল্লাহর অশেষ রহমতেঅনুমোদন পেয়েছি। আপনাদের সহযোগিতায় এবং আমার এলাকার সহযোগিতায় জয় নিয়ে আসতে পারব। আমরা দুই ভাই একসাথে জয় নিয়ে আসতে পারব। আমাদের একটা কাজ করতে হবে ভোটারা যেন ভোটকেন্দ্রে উপস্থিত হয় আমি আশা করি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের সহযোগিতায় পাব সহযোগিতার মধ্যে একটা বড় জিনিস আছে সেটা হচ্ছে ভোটাদেরকে যে কোন উপায়ে ভোটারদেরকে একটা মানুষ বলতে পারে যে কোন উপায়ে ভোটারা বলতে পারে আমরা তোমাদের ভোট দিয়েছি আমরা জানতে পারি আমাদেরকে ভোট দিয়েছে। আমি তোমাকে ভোট দিয়েছি। আমরা যেন জানতে পারি এই মানুষগুলো ভোট দিয়েছে। আপনারা মনে রাখবেন আগুন সন্ত্রাসীরাযারা আছে তারা আজ হরতাল দিয়েছে। অবরোধ দিয়েছে। ভোটারদেরকে তারা আকন্দ সৃষ্টি করবে। অবরোধ দিয়ে কোন খবর নাই হরতাল দিয়ে কোন খবর নাই। আজকে ঢাকা থেকে আসছি হরতালের ভিতরে আমার আসতে সাড়ে তিন ঘন্টা লেগেছে।তাহলে হরতাল টা কোথায় মানুষকেবিজি দেখানোর জন্য অনেক চেষ্টা কর দেখানোর জন্য অনেক চেষ্টা করবে সেই চেষ্টা থেকে আমাদেরকে মুক্ত রাখতে হবে আমাদের ভোটারদেরকে আমাদের এলাকার মানুষদেরকে আমাদের ঘরে ঘরে ঘরে ঘরে যেতে হবে ঘরে ঘরে যেয়ে বোঝাতে হবে বুঝিয়ে আমাদেরকে ভোট সংগ্রহ করতে হবে। এ কাজটা তো আমার পক্ষে একা সম্ভব না। আপনাদের পক্ষে সম্ভব হবে আনন্দ হবে ইনশাআল্লাহ আনন্দ হবে নির্বাচনের পরে আনন্দ হবে। এখন থেকে আমাদেরকে কাজ করতে হবে। যথেষ্ট পরিমাণ আমাদের কাজ করতে হবে।
মনোনয়নপত্র জমা দেওয়ার পূর্বে সেলিম ওসমান নিজ গার্মেন্টসে দোয়ার আয়োজন হয়।
এই সময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বন্দর থানা সাধারণ সম্পাদক কাজীম উদ্দিন প্রধান,৷ গোপনগর ইউ পি চেয়ারম্যান ফজর আলী , আলিফ টেক ইউপি জাকির হোসেন, ধানগড় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন ছিলেন।