সকলেই দেখতেন তুলার ব্যবসা। কিন্তু তার আড়ালে বেচাকেনা হতো নিষিদ্ধ মাদক গাঁজা। অবশেষে র্যাবের জালে আটকা পড়েছে সেই মাদক ব্যবসায়ী। উদ্ধার হয়েছে ৫ কেজি গাঁজা।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে রোববার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বন্দর থানায় মামলা করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন-কুমিল্লার মুরাদনগর থানার মুছাগেড়া গ্রামের আ. বাতেনের ছেলে নাজিম (২২), একই থানার রাজা চাবিতলার নজরুল ইসলামের ছেলে মো. বসির (২২), বৈলাবাড়ীর মো. বাদশা মিয়ার ছেলে আ. কাদির (২১), লাকসাম থানার শাটতুলি মৃত নাসির আহম্মেদের ছেলে মো. শুভ (২৮) ও দাউদকান্দি থানার কাউয়াদি গ্রামের আ. রাজ্জাকের ছেলে মো. শাহজাহান (৫০)।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১১ এর মিডিয়া অফিসার মোঃ রিজওয়ান সাঈদ জিকু জানান, আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ অভিনব কৌশলে মদনপুর বাজারের জনতা সুপার মার্কেটের হুমায়ন কবিরের দোকানের (দোকান নং-১২৩ এর) ভাড়াটিয়া লাল মিয়ার তুলার গোডাউন ঘরে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও এর আশ-পাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করছেন আসামীরা। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।