নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের সাবেক বিএনপি নেতা ইব্রাহিম মেম্বারের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (১৭ অক্টোবর) সন্ধ্যায় কেওঢালা বাগদোবাড়িয়া এলাকায় মরহুমের নিজ বাড়িতে এই আয়োজন করা হয়।
উক্ত দোয়া ও মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য এডভোকেট বিল্লাল হোসেন। মদনপুর হাজী আব্দুল হক সুপার মার্কেটের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন প্রধান, ধামগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মেম্বার, মদনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অহিদ ভূঁইয়া,
ধামগড় ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি মোঃ ইয়াকুব মিয়া, সহ সভাপতি আমান উল্লাহ, ধামগড় ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মনজুরুল হক ও শফিকুল ইসলাম সহ আরো অনেকে। মরহুম ইব্রাহিম মেম্বারের পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জানান বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত দোয়া মাহফিলে মরহুমের বিদেহী আত্বার মাগফেরাত কামনা করা হয়।