রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৪ পূর্বাহ্ন

মদনগঞ্জ শান্তিনগরে প্রধানমন্ত্রীর ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণের কাজ দ্রুতগতিতে চলছে

  • আপডেট সময় রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩, ৪.০৯ এএম
  • ১৩৬ বার পড়া হয়েছে

সারাদেশের ন‍্যায় নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় ৭০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহারের জমি ও ঘর।
মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় ধাপের পর এবার ৪র্থ পর্যায়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯ নং ওয়ার্ডে মদনগঞ্জ শান্তিনগর এলাকায় ৩৩টি পরিবারের হাতে ও মিরকুন্ডী পশ্চিম খালপাড় এলাকায় ৩৭টি পরিবারের হাতে মোট ৭০টি ঘর তুলে দেওয়া হবে দুই শতক জমিসহ।
আধাপাকা (১৯ ফিট ৬ ইঞ্চি ও ১০ ফিট ৬ ইঞ্চি ২টি থাকার ঘর, ১টি পাকঘর ১টি বাথরুম, সামনে ৫ ফুট বারান্দা সহ) নতুন ঘর। সাথে থাকছে সুপেয় পানির জন্য গভীর নলকূপের ব‍্যবস্থা। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২ লক্ষ ৮৪ হাজার ৫ শত টাকা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র অঙ্গীকার ছিল যে, দেশের কোনো মানুষ গৃহহীন ও ভূমিহীন থাকবে না। সে লক্ষে মুজিববর্ষে এ কার্যক্রম শুরু হয়। তারই ধারাবাহিকতায় বন্দর উপজেলার দুই এলাকায় এই ৭০টি ঘর নির্মাণের কাজ চলছে, বিশ্বের ইতিহাসে আর দ্বিতীয় কোথাও এর নজির নেই।
১২ জানুয়ারি বৃহস্পতিবার প্রকল্প এলাকা পরিদর্শন ও ঘর গুলোর কাজের অগ্রগতির খোঁজখবর নেন বন্দর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম মমিনুল হক, প্রকৌশলী মীর কায়সার রিজভী ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ফয়সাল কবির।
এ সময় তারা বলেন, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত এ খুদা’র নির্দেশে সরকারি অর্থায়নে নির্মিত এসব ঘর অচিরেই প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন পরিবার গুলোর হাতে ঘরের চাবি ও দলিলপত্র আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort