
ভেনেজুয়েলার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিতে মনস্থির করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে সাংবাদিকদের কাছে বিস্তারিত প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন ট্রাম্প।
শনিবার (১৫ নভেম্বর) আনাদোলুর প্রতিবেদনে এ খবর জানানো হয়।
ট্রাম্প বলেন, ‘আমি আপনাকে বলতে পারছি না এই পদক্ষেপ ঠিক কেমন ধরনের হবে, তবে আমি এর কিছুটা ঠিক করে ফেলেছি।’
এয়ার ওয়ান ফোর্সে ট্রাম্পকে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করেন, তিনি ভেনেজুয়েলার মাদক পাচারকারীদের নিয়ে পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছেন কিনা, তখন এসব বলেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, মাদক পাচার রোধে মার্কিন পদক্ষেপের ইতিবাচক ফলাফল দেখা যাচ্ছে। তবে প্রতিবেশী দেশগুলোর সাথে জড়িত চ্যালেঞ্জগুলোর দিকেও ইঙ্গিত করেন ট্রাম্প।
তিনি বলেন, ‘মেক্সিকো নিয়ে আমাদের সমস্যা আছে। আমাদের কলম্বিয়ার সঙ্গে সমস্যা রয়েছে। আমরা খুব ভালো পদক্ষেপ নিয়েছি। আমাদের পদক্ষেপের কারণে আমাদের দেশে মাদক আসা এখন আগের চেয়ে অনেক কৃমে গেছে।’
গত দুই মাসে, মার্কিন সামরিক বাহিনী দক্ষিণ আমেরিকা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে মাদক পরিবহনের দাবি করা কমপক্ষে ২১টি জাহাজে মারাত্মক হামলা চালিয়েছে, যদিও তারা চোরাচালানের সাথে জড়িত থাকার প্রমাণ দেয়নি, যার ফলে ৮০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।