রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ভেজাল, নি¤œমানের খাবার বিক্রি ও অপরিছন্নতার পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রির অপরাধে ৩ প্রতিষ্ঠানকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলা সদর বাজারে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাখী ছেপের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাস্ক না পরায় একজনকে ২০০ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাখী ছেপ জানান, বুধবার আড়াইহাজার সদর বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার আইন ২০০৯ এ নি¤œমানের খাবার বিক্রির অপরাধে জহির বেকারীকে ২ হাজার, নোংরা পরিবেশে খাদ্য তৈরি ও পরিবেশনের অপরাধে ঢাকা কাবাবকে ২ হাজার টাকা এবং ভেজাল খাবার রাখার অপরাধে ইমন কনফেকশনারীকে ২ হাজার মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মাস্ক না পড়ায় একজনকে ২০০ টাকা জরিামানা করা হয়।
ভেজাল বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।