বন্দর প্রতিনিধি : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সাজন সহ আহত দুই ছাত্রের পরিবারকে আর্থিক সহযোগিতা করলেন এহসান চেয়ারম্যান।
রবিবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বন্দর ইউনিয়নের কুশিয়ারা গ্রামের কৃতি সন্তান জাকির মিয়ার ছেলে শহীদ সাজন এর আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদে অংশগ্রহণ করেন বন্দর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব এহসান উদ্দিন আহমেদ। এ সময় এহসান চেয়ারম্যান নিহত সাজনের শোকাহত পরিবারের যেকোনো প্রয়োজনে পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন। এসময় দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা শাখার সম্মানিত সমন্বয়ক ফারহানা মানিক মুনা।
এছাড়া আন্দোলনের উদ্দেশ্যে চাষারা যাওয়ার পথে কিছু দুষ্কৃতিকারী কর্তৃক পাশবিক নির্যাতনের শিকার হয়ে গুরুতর আহত হওয়া ৬ নং ওয়ার্ড পদুঘরের মৃত নজরুল মিয়ার ছেলে মোঃ আশিক এবং একই দিনে আন্দোলনরত অবস্থায় মারাত্মকভাবে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত ৫ নং ওয়ার্ড বিবিজোড়া গ্রামের নুরুল ইসলাম মিয়ার ছেলে সৌরভকেও দেখতে যান।
এহসান চেয়ারম্যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারকেই আর্থিক সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতেও তাদের সার্বিক সহযোগিতা করার অঙ্গীকার করেন।তিনটি পরিবারই অত্যন্ত নিম্ন আয়ের মানুষ হওয়ায় সামর্থ্যবান সকলকে তাদের পাশে দাঁড়ানোর আহবান করেন।
এছাড়াও বন্দর ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ড এ অবস্থিত বালুরচর আনন্দ রিভার ভিউ পার্কে চালানো দুষ্কৃতিকারীদের ধ্বংসযজ্ঞের শিকার হওয়া স্থাপনাগুলিও পরিদর্শন করেন।