চলতি বছরের শুরুতেই ঘোষণা হয়েছিল, ঢাকাই চিত্রনায়িকা শবনম বুবলী ও জিয়াউল হক রোশান অভিনীত ছবি একটি ছবি আসতে চলেছে, যার নাম ‘পুলসিরাত’। তবে ছবিটির নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম রাখা হয়েছে ‘সরদার বাড়ির খেলা’।
বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন জিয়াউল হক রোশান। জানিয়েছেন, আপত্তির মুখে সিনেমাটির নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে ‘সরদার বাড়ির খেলা’।
চিত্রনায়ক রোশান বলেছেন, ‘পুলসিরাত ইসলামিক নাম বলে এটি পরিবর্তন করতে বলা হয়েছে। যদিও সিনেমাটি ২০২২-২৩ অর্থবছরে ‘পুলসিরাত’ নামেই সরকারি অনুদান পেয়েছিল।’