বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন

বীর মুক্তিযোদ্ধারাই আমাদের প্রেরণা ও পথপ্রদর্শক: ডিসি

  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১১.৪৯ পিএম
  • ০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেছেন, মহান মুক্তিযুদ্ধের বিনিময়েই আমরা একটি স্বাধীন দেশ, নিজস্ব পরিচয় ও ভূখ- পেয়েছি। এই অর্জনের জন্য পুরো জাতি বীর মুক্তিযোদ্ধাদের কাছে চিরকৃতজ্ঞ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, “স্বাধীনতা অর্জিত হলেও সাম্য, ন্যায়বিচার, সামাজিক মূল্যবোধ ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন ছিল- সে জায়গায় এখনও আমাদের অনেক কাজ বাকি। এক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধারাই আমাদের সবচেয়ে বড় প্রেরণা ও পথপ্রদর্শক।”

তিনি আরও বলেন, “আপনাদের দেখানো পথ অনুসরণ করেই আমরা একটি মাথা উঁচু করে দাঁড়ানো বাংলাদেশ গড়তে চাই। আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন- এটাই আমাদের প্রত্যাশা।”

প্রশাসনের সহযোগিতার আশ্বাস দিয়ে জেলা প্রশাসক বলেন, “যতদিন আমি এখানে দায়িত্বে থাকবো, ডিসি অফিস, ইউএনও অফিস ও এসিল্যান্ড অফিসের দরজা আপনাদের জন্য সবসময় খোলা থাকবে। আপনাদের যেকোনো সমস্যা আইনানুগভাবে সমাধানের সর্বোচ্চ চেষ্টা করা হবে।”

মুক্তিযুদ্ধের আত্মত্যাগ স্মরণ করে তিনি বলেন, “আজ আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করছি সেই সব মা-বোন, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারকে- যারা জীবন, স্বজন ও সম্ভ্রম বিসর্জন দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। এই স্বাধীনতাকে আমরা যেকোনো মূল্যে রক্ষা করবো।”

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা কমান্ডের আহ্বায়ক ও বিএনপির সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. নূর আলম মিয়া, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. নূর হোসেন মোল্লা, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহসহ বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort