অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দুবাইয়ের জনপ্রিয় ও লাস্যময়ী প্রিন্সেস শায়খাহ মাহরা। সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা শায়খাহ মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ও শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুমের মধ্যে বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। গত ২২ মার্চ তাদের বাগদান হয়। মাহরা সম্প্রতি লন্ডনের একটি বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক হন এবং তিনি তার স্নাতক দিবসের ছবি তার ১ লাখ ৩৯ হাজার অনুসারীর সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করেন। তাকে নানা প্রদর্শনী এবং পণ্য উদ্বোধনের অনুষ্ঠানসহ সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় ইভেন্টগুলোতে যোগদান করতে দেখা যায়। শায়খাহ মাহরা একাধারে উদ্যোক্তা, ফ্যাশন ডিজাইনার এবং জনহিতৈষী। তিনি নারী উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং শিশুদের সাথে সময় কাটাতে পছন্দ করেন। মাহরা তার ফ্যাশন স্টাইল দিয়ে অন্যদের মুগ্ধ করতে পছন্দ করেন এবং তাকে সর্বদা ঐতিহ্যবাহী পোশাক পরতে দেখা যায়। লোকেরা তার সৌন্দর্য, স্টাইল ও পোশাকের ভূয়সী প্রশংসা করে থাকে।