নারায়ণগঞ্জ -৫ আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি মাসুদুজ্জামান মাসুূদ এক বিবৃতিতে বলেছেন,জুলাই আমাদের আন্দোলনের প্রতীক,আগস্ট আমাদের বিজয়ের প্রত্যয়।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ার আন্দোলনে নরায়ণগঞ্জ-৫ এর প্রতিটি নেতা-কর্মী প্রস্তুত।
বিএনপি নেতা মনির হোসেন সরদার স্বাক্ষরিত বিবৃতিতে মডেল গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুূদ বলেন, আজ (রোববার) ক্যালেন্ডারের ৩ আগস্ট, কিন্তু বাংলাদেশের ইতিহাস বলছে, এই দিনটি ৩৪ জুলাই। ইতিহাসের নির্মম প্রহসন সাক্ষ্য দেয়, আমাদের দেশের জুলাই মাস ছিল ৩৬ দিনের, কারণ সেই মাসে আমরা দিন গুনেছিলাম হাসিনার পদত্যাগ ও রক্তমাখা সূর্যোদয়ের।
নারায়ণগঞ্জ-বন্দর-সিদ্ধিরগঞ্জ এলাকাবাসীর প্রানের স্পন্দন মাসুদুজ্জামন মাসুদ বলেন,
আমরা এখন অপেক্ষা করছি, গণতন্ত্র পুনরুদ্বারের সেই আলোকবর্তিকার জন্য, যার নেতেৃত্বে আছেন দেশনায়ক তারেক রহমান।সংগ্রামের ধারাবাহিকতায় ৬ আগস্ট ২০২৫ (বুধবার) বিকাল ৩টায়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত হবে “গণঅভ্যুত্থানের বিজয় দিবস ও বিজয় মিছিল” । এই কর্মসূচিতে অংশ নেবেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী।
নারায়ণগঞ্জ-৫ আসনের নির্বাচনি প্রার্থী, মাসুদুজ্জামান মাসুদ এই কর্মসূচির প্রতি ঐক্যবদ্ধ সমর্থন জানিয়ে বলেন, জুলাই আমাদের আন্দোলনের প্রতীক, আগস্ট আমাদের বিজয়ের প্রত্যয়। তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ার আন্দোলনে নরায়ণগঞ্জ-৫ এর প্রতিটি নেতা-কর্মী প্রস্তুত। আমরা ৬ আগস্ট কেন্দ্রীয় বিজয় র্যালিতে শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করব।
তিনি জানান, নারায়ণগঞ্জ-৫ এর প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও থানা থেকে নেতাকর্মীরা সুসজ্জিত ব্যানারসহ ঢাকায় র্যালিতে যোগ দেবেন। জনগনের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে আজ সময় এসেছে একসাথে দাড়ানোর।
শীতলক্ষ্যা,ধলেশ্বরী নদীর তীরের জনগনের সুখ দুঃখের সাথী মাসুদুজ্জামান মাসুূদ বলেন,নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি সকল দেশপ্রেমিক নাগরিক, সমর্থক ও শুভানুধ্যায়ীকে ৬ আগস্ট কেন্দ্রীয় কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।
জয় আমাদের হবেই, আন্দোলনই আমাদের পথ।