নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একই সাথে ৩ জায়গায় অগ্নি সংযোগ করেছে বিএনপি। আবারও তারা তাঁদের পুরাতন রূপে ফিরে এসেছে।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাতে জেলা আইনজীবী সমিতির ডিজিটাল ‘সেলিম ওসমান বার ভবন’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।
শামীম ওসমান বলেন, আজকে আমার বড় ভাই সেলিম ওসমান সাহেবের নামে ভবনটি করা হয়েছে। যদিও তার ইচ্ছার বিরুদ্ধে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আইন মন্ত্রী আনিসুল হক।
শামীম ওসমান আরও বলেন, ৬ বছর ধরে এত সুন্দর একটি ভবন পড়ে আছে সেখানে, উনার ছোট ভাইয়ের বন্ধু হিসেবে, জাতির পিতার কন্যা শেখ হাসিনার একজন প্রিয় মানুষ হিসেবে আমি হাত জোড় করে বলছি, নারায়ণগঞ্জে একটি হার্ট ইনিষ্টিটিউট নাই, নারায়ণগঞ্জ ক্লাবের পাশেই ভবনটা। আমি বিশ্বাস করি, মাননীয় মন্ত্রী যদি এখন প্রধানমন্ত্রীকে বলে ভবনটিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে দেওয়া হক, তাহলে দিয়ে দিবে। এবং নারায়ণগঞ্জের মানুষ হাট ইনিষ্টিটিউটটা পাবে।
বিশ্বাস করেন, ভাই নারায়ণগঞ্জে যদি এই মহুর্তে আল্লাহ না করুন, কেউ হৃদরোগে আক্রান্ত হয়, আমাদের এখানে কোন চিকিৎসা দিতে পারবো না।
যতক্ষন পর্যন্ত আইনমন্ত্রী কথা গুলো না রাখবে, ততক্ষন পর্যন্ত আমি হাত জোড় ছাড়বো না।
এ সময় শামীম ওসমানের হাত খুলেদেন মন্ত্রী।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রবিউল আমীন রনির সঞ্চালনায় উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌস, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, বিকেএমইএ’র নিবার্হী সভাপতি মোহাম্মদ হাতেম, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা প্রমুখ।