নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, আমাদের চিন্তা চেতনা পরিবর্তন ঘটাতে হবে। স্বৈরাচারী শাসকের আমলে যেমন সন্ত্রাসী ছিল আমাদের দলে সন্ত্রাসী থাকতে পারবে না। আমাদের দলের কোন চাঁদাবাজ থাকতে পারবে না, অস্ত্রবাজ থাকতে পারবে না। শুধু থাকতে পারবে ভালো মানুষ।
এ ভালো মানুষ দিয়ে বিএনপিকে আবারো গড়ে তুলতে হবে। যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বিএনপি’র প্রতিষ্ঠা। দেশের কল্যাণে কাজ করার জন্য তিনি একটি আদর্শ দিয়ে গেছেন।
শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাসিকের ৮ নম্বর ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে সন্ত্রাস, মাদক, নৈরাজ্য ও অপকর্মের প্রতিবাদে ২নং বাসষ্টান্ড সংলগ্ন ইব্রাহিম টেক্সটাইল মিলস বালুর মাঠে এক জনসভার তিনি এ সব কথা বলেন।
মুহাম্মদ গিয়াসউদ্দিন আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবচেয়ে জনপ্রিয় নেত্রী হয়েছেন। আপোষহীন নেত্রীর খেতাব লাভ করেছেন। এদেশেকে ভালোবেসে ও এ দেশের মানুষকে ভালোবাসে। এ দেশের মানুষ ও এ দেশের উন্নয়ন করে। তার সুযোগ্য সন্তান তারেক রহমান আজকে মিথ্যা মামলায় দেশ ছাড়া হয়েও বিদেশে থেকে বিএনপিকে পরিচালনা করছেন। তিনি দেশ মেরামতের কর্মসূচী দিয়েছেন।
এ কর্মসূচী বাস্তবায়ন হলে এ দেশে গণতন্ত্র থাকবে, আইনের শাসন থাকবে, ন্যায় বিচার থাকবে, মানুষের মৌলিক অধিকার থাকবে, আবারও এই রাষ্ট্র অর্থনীতি ফিরে পাবে, উন্নয়নের দিকে যাবে। মানুষ আবার সুখি সমৃদ্ধশালী এক বাংলাদেশ পাবে। আপনাদের আমাদেরকে সমাজে ভালো মানুষের কদর বাড়াতে হবে। খারাপ মানুষকে বিতাড়িত করতে হবে।
নাসিকের ৮ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি ডি এইচ বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীনের সঞ্চালয়নায় অন্যান্যদের উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মাসুকুল ইসলাম রাজিব (ভিপি রাজিব), সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সভাপতি মোঃ মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর জি এম সাদরিল, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ কায়সার রিফাত, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ-সভাপতি মোঃ গোলাম মোস্তফা মেম্বার, সহ-সভাপতি রওশন আলী, সহ-সভাপতি সেলিম মাহমুদ, সহ-সভাপতি এ্যাড. মাসুদুজ্জামান মন্টু, যুগ্ন সম্পাদক মোঃ আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, নারায়নগঞ্জ মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আয়েশা আক্তার দিনা ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক সভাপতি একে হিরা প্রমূখ।