নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ২৫ নভেম্বর থেকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২১ শুরু হয়েছে। ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশে ১৬ দিনব্যাপী এই পক্ষ পালনে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
এরই ধারাবাহিকতায় নারী নির্যাতন বন্ধ করি কমলা রঙের বিশ্ব গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২১ উপলক্ষে বাল্যবিবাহ প্রতিরোধ যৌতুক বিরোধী সামাজিক আন্দোলন এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ ডিসেম্বর) সকালে কিন্ডার কেয়ার হাই স্কুল মিলনায়তন হল রুমে বাংলাদেশ মহিলা সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মহিলা সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখা সভাপতি বীর মুক্তি যোদ্ধা আলহাজ্ব ফরিদা আক্তার কমান্ডারের সভাপতিত্বে ও বাংলাদেশ মহিলা সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এনএএন টিভির ব্যাবস্হপনা পরিচালক সাবিহা মুবাশ্বির নিলয়ের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহিলা অধিদপ্তরের উপ পরিচালক কামিজা ইয়াসমিন, নারী নেত্রী লক্ষী চক্রবর্তী।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন বন্দর উপজেলা মহিলা শাখার সভাপতি নাজমা আক্তার, নারায়ণগঞ্জ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হোসনে আরা বেগম, ডে কেয়ার অফিসার সাবিকুন নাহার, কিন্ডার কেয়ার স্কুলের সহকারী শিক্ষক শিউলি আক্তারসহ আরও অনেক নেতৃবৃন্দরা।