নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন বর্জনের ঘোষনা দিয়েছে বিএনপিপন্থী আইনজীবীরা। বুধবার (১৭ জানুয়ারি) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে নারায়ণগঞ্জ বার ভবনের সামনে বিক্ষোভ সমাবেশে এই ঘোষণা দেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট সরকার হুমায়ুন কবীর।
বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট সাখাওয়াত হোসেন খান ও এডভোকেট আব্দুল বারী ভূইয়া।
এ সময় বক্তারা বলেন, গত ২০১৭ সাল থেকে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনের সুষ্ঠ পরিবেশ নষ্ট করে ফেলেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বর্তমানে আইনজীবী সমিতি একটি বিশেষ পরিবারের অঙ্গ সংগঠনে পরিনত হয়েছে। সেই বিশেষ পরিবারের নিয়ন্ত্রনে রাখতে আইনজীবী সমিতির নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে ফেলা হয়েছে। এবারেও সেই একই পথে হাটছে তারা। নারায়ণগঞ্জ বারে সুষ্ঠ নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনতে আমাদের আন্দোলন চলমান থাকবে।
নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড. সরকার হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ জাকির ও যুগ্ম সম্পাদক এডভোকেট এইচএম আনোয়ার প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী এড. আব্দুল বাতেন, এড. সামসুজ্জামান খোকা, এড. রফিক আহমেদ, এড. খোরশেদ আলম মোল্লা, এড. রকিবুল হাসান শিমুল, এড. বেনজির আহমেদ, এড. আজিজুর রহমান মোল্লা, এড. আনিসুর রহমান মোল্লাসহ বিএনপিপন্থী আইনজীবীরা।