শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট সময় শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩, ১০.১৮ পিএম
  • ১০৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত ও অস্বচ্ছল মানুষের মাঝে কম্বল বিতরণ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আইনী সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ সোনারগাঁ সাদিপুর ইউনিয়নের নানাখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রোমে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে স্বাগত বক্তব্য রাখেন, অনুষ্ঠানের সভাপতি, নজরুল ইসলাম চৌধুরী, চেয়ারম্যান বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন। তিনি উপস্থিত হতদরিদ্র ও অসহায় মানুষের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন আপনাদের পাশে আছে। সুখে দুঃখে ও প্রয়োজনে আমাদের ডাকবেন আমরা আপনাদের উপকারে ও প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করব। যেকোনো আইনি জটিলতার প্রয়োজনে আমাদের স্মরণ করবেন। আইনি সহায়তা, জোর জুলুমের বিরুদ্ধে আমরা আপনাদের পাশে থাকবো। ভবিষ্যতে আমরা বড় সেমিনারের মাধ্যমে আপনাদের সেবা করতে প্রস্তুতি নিচ্ছি।

এ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন,অধ্যাপক মোঃ সোবহান খন্দকার, সিনিয়র আইনজীবী জজ কোট ঢাকা, বক্তব্যে তিনি বর্তমান পরিস্থিতি তুলে ধরেন, মানুষের উপর জুর জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পরামর্শ দেন। যেকোনো আইনি সহায়তার জন্য তার কাছে আসার জন্য আহবান করেন। তিনি বলেন, আমি গরিবের উকিল। আমার সাধ্য মত বিনা অর্থে আপনাদের উপকারে এগিয়ে আসবো। আপনারা যেকোনো সমস্যায় আমাকে স্মরণ করবেন আমি পাশে থাকব ইনশাআল্লাহ। এছাড়াও তিনি বর্তমান পরিস্থিতিতে বাল্যবিবাহ, জোরপূর্বক জমি দখল ও যৌতুক নিয়ে বিশেষ আলোচনা করেন। একজন মেয়েকে তার শারীরিক পরিপূর্ণতা হওয়ার আগে তাকে বিবাহ দেওয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন। তিনি বলেন, দলিল যার জমি তার এমনই সরকারি ঘোষণা তিনি সাধারণ মানুষকে জানান। তাছাড়া সাধারণ মানুষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য অনুরোধ করেন। আইনের সহায়তার জন্য নিজেকে প্রথমে আইন জানার জন্য অনুরোধ করেন। এছাড়াও সমাজের বিভিন্ন দিক তিনি তুলে ধরেন। পরে শীতার্ত হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করে দেন।

এ অনুষ্ঠানের বিশেষ আলোচক ছিলেন, এস এম আবুল কাশেম আজাদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাঁচপুর হাইওয়ে থানা,সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, সাংবাদিক রেজাউল ইসলাম, সাংগঠনিক সচিব, বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন, সহকারী ব্যবস্থাপনায় ছিলেন, সালমা বেগম, সদস্য বাংলাদেশ তথ্য মানবাধিকার ফাউন্ডেশন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort