
১২ ডিসেম্বর শুক্রবার রাত ৮ টায় মদনগঞ্জ লক্ষ্যারচর শান্তিনগর এলাকায় কৃষক দলের কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী বন্দর থানা কৃষক দলের বিপ্লবী আহবায়ক জিয়াউর রহমান লিটন বন্দর থানা ১৯ নং ওয়ার্ড কৃষক দলের ২২ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী বন্দর থানা কৃষক দলের সদস্য সচিব হাসিব হাসান শান্ত, যুগ্ম আহবায়ক মো. শাহিন হাওলাদার, মো. মিন্টু, মো. আনোয়ার হোসেন (আনার), ২৪ নং ওয়ার্ড আহবায়ক মো. মাসুম, ২৫ নং ওয়ার্ড আহবায়ক আব্দুল কাদির স্বপন, ১৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি শাহআলম, সাধারণ সম্পাদক মো. মাসুদ।
কমিটি ঘোষণার আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় এবং বিএনপির চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনার পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সুস্থতা এবং সার্বিক কল্যাণে দোয়া করা হয়।
পরে আহব্বায়ক মো. সেলিম মাদবর ও সদস্য সচীব মো. আব্দুর রব মাতবরের নাম ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহব্বায়ক মো. করিম, যুগ্ম আহব্বায়ক মো. ডালিম, মো. মালেক, মো. স্বপন, মো. জাকির মো. জালাল, মো. আহাদ, মো. রতন, মো. জয়নাল, মো. নাসির, মো. শরীফ, মো. মজনু, সদস্য মো. সেলিম, মো. আলামিন, মো. রাজন, মো. সানোয়ার, মো. হাসান, মো. রিপন, দয়াল চাঁন, মো. কবির।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, শান্তিনগর গাউসুল আজম জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মো. আমজাদ হোসেন।