রাশিয়া-বেলারুশ সীমান্তে বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও আফগান অভিবাসীদের পাচারে জড়িত একটি চক্র ভেঙে দিয়েছে বলে দাবি করেছে লাটভিয়া কর্তৃপক্ষ। এ ঘটনায় আটক ব্যক্তিরা লাটভিয়ার নাগরিক বলে জানানো হয়েছে।
গত বুধবার (২৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে লাটভিয়ার বর্ডার গার্ড জানিয়েছে, একাধিক অভিযানে চার লাটভিয়ান নাগরিককে আটক করা হয়েছে। তারা ২৭ জন অনিয়মিত অভিবাসীকে রাশিয়া ও বেলারুশ সীমান্ত দিয়ে লাটভিয়ার ভূখণ্ডে বেআইনিভাবে প্রবেশে সহায়তা করেছিলেন অভিযোগ উঠেছে।