নারায়ণগঞ্জের ফতুল্লা কাশিপুর বাংলাবাজার রোজ সোমবার রাত দশ ঘটিকার সময়( তারিখ ২৬ শে আগস্ট ২০২৪) মা ডেন্টাল কেয়ার এর (ব্যবস্থাপনা পরিচালক) ডেন্টিস্ট হাফিজুল ইসলাম তালুকদার পক্ষ থেকে কিছু প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত খাওয়ার স্যালাইন ও ঔষধ সামগ্রী বন্যা বাসীদের জন্য দান করেন। এছাড়াও তিনি পথ শিশুদের মাঝে এবং রাতের আধারে তার স্ত্রীকে সাথে নিয়ে ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ানোর কাজে মাঝে মাঝে ব্যস্ত থাকেন।
এলাকার কয়েকজন যুবককে একত্রিত করে তার আত্মীয়-স্বজনের কাছ থেকে, আশপাশের দোকানদারদের কাছ থেকে (প্রায় দু লক্ষ টাকার) ত্রাণ সামগ্রীর সংগ্রহ করা হয় , বিভিন্ন ত্রাণীর সামগ্রী সাথে কিছু নিত্য প্রয়োজনীয় ওষুধ ও খাওয়ার সেলাইন তার নিজ খরচে সরবরাহ করা হয় বন্যা বাসীদের জন্য, এ সময় তিনি বলেন, “দেশের এই ক্রান্তিলগ্নে যে যার স্থান থেকে সবাই এগিয়ে এসেছে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য, এটা প্রথম নয়! যেকোনো দুর্যোগ মোকাবেলায় আমাদের দেশের মানুষ সর্বদাই মানবিক, বাঙালিরা কারো কষ্ট সহ্য করতে পারেনা, কারো কষ্ট দেখতে পারেনা, কারো চোখের পানি পড়তে দেখতে পারেনা”।
বাংলাবাজারের স্থানীয় বাসিন্দা যুবকদের ছয়জনের একটি টিম করে, টিম লিডার মোহাম্মদ সাব্বির এর হাতে ডেন্টিস্ট হাফিজুল ইসলাম তালুকদার খাওয়ার স্যালাইন ও ওষুধ সামগ্রী প্রদান করেন বন্যাবাসীদের পৌঁছে দেয়ার জন্য, এসময় উপস্থিত ছিলেন মা ডেন্টাল কেয়ারের সম্মানিত চেয়ারম্যান ডেন্টিস্ট হাফিজুল ইসলাম তালুকদার, ডাক্তার মোতাহার হোসেন, মোহাম্মদ শামীম, লাবনী আক্তার, মোহাম্মদ ফাহিম, রত্না আক্তার, আব্দুল্লাহ, মোহাম্মদ সিয়াম এছাড়াও স্থানীয় কিছু লোকজন ছিলেন।