গত আগস্ট মাসে বন্দরে বিভিন্ন অপরাধে মামলা হয়েছে ৪৬টি। এর মধ্যে হত্যা মামলা দায়ের হয়েছে ২টি, চুরি ১টি, অস্ত্র আইনে ১টি, মাদক আইনে ২১টি, মানিলন্ডারিং মামলা ১টি, ধর্ষন ২টি, নারী ও শিশু নির্যাতন মামলা ৩টি, সড়ক দূঘটনা ১টি ও ডিজিটাল নিরাপত্তা আইনে ১টিসহ আরো অন্যান্য মামলা দায়ের হয়েছে ১৩টি।
তবে গত আগস্ট মাসে বন্দর থানায় ডাকাতি কোন মামলা দায়ের হয়নি। পুলিশের দাবি গত আগস্ট মাসে বন্দরে আইন শৃঙ্খলা যে কোন মাসের চেয়ে অনেক ভালো।
গত আগস্ট মাসে বন্দর থানায় রুজুকৃত ২১টি মাদক মামলায় বন্দর থানা ও র্যাব-১১সহ জেলা বিভিন্ন আইন প্রয়োগকারি সংস্থা বন্দরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৩ কেঁজি ২৫০ গ্রাম গাঁজা, ১ হাজার ৯৩১ পিছ ইয়াবা, ৮৬ গ্রাম হেরোইন ও ২১ বোতল ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়।
এ ছাড়াও গত আগস্ট মাসে বন্দর থানা পুলিশ ও র্যাব-১১ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৭ জন জিআর মামলার ওয়ারেরন্টভূক্ত ও ২২ জন সিআর মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করতে সক্ষম হয়।
এ ছাড়াও জিআর ১ ও সিআর মামলার ৩ সাঁজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক গনমাধ্যমকে জানায়, সন্ত্রাস ও মাদক ব্যবসায়ীদের কোন ছাড়া নেই আমার কাছে। গত মাসে ৪৬টি মামলার মধ্যে ২১টি মামলা মাদকের।
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখার জন্য গত শনিবার বিকেলে সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে মহড়াসহ বন্দরে বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। রাতের বেলায় বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে পুলিশের টহল জোরদার রাখা হয়েছে।
আইন শৃঙ্খলা রক্ষার্থে বন্দর থানা পুলিশ আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষার্থে আমি বন্দরবাসীর সহযোগিতা কামনা করছি।