গত এপ্রিল মাসে বন্দরে রুপালী আবাসিক এলাকায় চাঞ্চল্যকর মেরাজুল হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধে মামলা হয়েছে ৪৪টি। এর মধ্যে ২টি হত্যা মামলা, ১টি নারী ও শিশু নির্যাতন দমন, ১টি ধর্ষণ, ২টি চুরি, ২০টি মাদক মামলা, ২টি সড়ক দুর্ঘটনা ও দ্রুত বিচার আইনে ১টি সহ অন্যান্য মামলা হয়েছে আরো ১৪টি। তবে গত এপ্রিল মাসে বন্দরে কোন ডাকাতির ঘটনা ঘটেনি। পুলিশের দাবি ২টি হত্যাকান্ড ছাড়া গত এপ্রিল মাসে বন্দরে আইন শৃঙ্খলা যে কোন মাসের চেয়ে অনেক ভালো।
২০টি মাদক মামলায় র্যাব ও পুলিশ বন্দরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫ হাজার ১শ’ পিছ ইয়াবা, ৬০ কেজি ৫শ’ ১০ গ্রাম গাঁজা, ১০ গ্রাম হেরোইন ও ৬৮ ক্যান বিয়ার উদ্ধার করে। যার আনুমানিক মূল্য প্রায় ৭৭ লাখ ৩২ হাজার ৫’শ টাকা। এ ছাড়াও বন্দর থানা পুলিশ গত এপ্রিল মাসে বন্দরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২জন সাজাপ্রাপ্ত আসামীসহ সিআর মামলার ১২ জন ও জিআর মামলার ১৮ জনসহ মোট ১৪১জন আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ আবু বকর ছিদ্দিক গণমাধ্যমকে জানিয়েছে, সন্ত্রাস ও মাদক ব্যবসায়ীদের কোন ছাড় নেই আমার কাছে। গত মাসে ৪৪টি মামলার মধ্যে ২০টি মামলাই মাদকের। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখার জন্য বন্দরে বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। রাতের বেলায় বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে পুলিশের টহল জোরদার রাখা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষার্থে বন্দর থানা পুলিশ আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে।