বন্দর উপজেলা সংবাদদাতা (নারায়ণগঞ্জ):-গত ৯জুলাই মঙ্গলবার বিকেল ৫.০০ ঘটিকায় নারায়ণগঞ্জ বন্দর উপজেলার বিভিন্ন বিষয়ে উন্নয়নমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বন্দর উপজেলা আওয়ামিলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম সেলিম ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর ইউপি চেয়ারম্যান এহসান উদ্দিন , মুছাপুর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মন্জুর হোসেন মন্জু, ধামগড় ইউপি চেয়ারম্যান হাজ্বী কামাল হোসেন, মদনপুর ইউপি চেয়ারম্যান গাজী এম এ সালাম, জেলা জাতীয় পার্টির সভাপতি সানাউল্লাহ সানু।
এ সময় প্রধান অতিথি তার ভাষনে বলেন, মুছাপুর ইউপি উপনির্বাচনে কোন রাজাকার আলবদর উত্তর সুরিদের ক্ষমতায় যেতে দেয়া যাবেনা। তিনি প্রশাসনের সকল স্তরের প্রতি অনুরোধ করে বলেন নির্বাচনের বিষয়ে যেন কোন প্রার্থীর পক্ষে অবস্থান গ্রহন না করেন।
উল্লেখ্য মুছাপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মাকসুদ চেয়ারম্যান উপজেলা নির্বাচন করে বিজয়ী হওয়ায় চেয়ারম্যান পদটি শূন্য হয়ে যায়। পরে নির্বাচন কর্মকর্তা ২৭ জুলাই মুছাপুর ইউনিয়ন উপনির্বাচনের তারিখ ঘোষণা করেন। নির্বাচনে মাকসুদ সহধর্মিণী নার্গিস মাকসুদ ও তার পুত্র মাহমুদুল হাসান শুভ। অন্যান্য প্রার্থী আলহাজ্ব আলী হোসেন, ইউনিয়ন আওয়ামিলীগ সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা হানিফ কবির।