২ জুলাই বুধবার বেলা ১২ টায় মুছাপুর ইউনিয়ন লাংগলবন্দ লিংক-রোড এ বৃক্ষরোপন কার্যক্রম এর উদ্বোধন করে কলাগাছিয়া থেকে ফরজীকান্দা পর্যন্ত ২ কিলোমিটারের খাল পরিষ্কারের কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন এবং তিনি নিজে এ পরিস্কার পরিছন্নতার কাজে অংশগ্রহণ করেন।
পরে বন্দর উপজেলায় স্থাপিত বন্দর উপজেলাকে নিরাপত্তা চাঁদরে ঢাকার জন্য উপজেলায় সিসি ক্যামেরার উদ্বোধন করেন এবং তা পর্যবেক্ষণ করেন। এরপর বন্দর উপজেলা স্থাপিত প্রশাসনিক ভবনের পঞ্চম তলা ভবনটি উদ্বোধন করেন, বন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে “শুধু ফলাফলমুখী শিক্ষা নয়, মানবিক গুনাবলী বিকাশেও শিক্ষা চাই” এ স্লোগানকে সামনে রেখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার সার্বিক মানোন্নয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করেন। পরিশেষে বন্ধুর উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করেন।
এবং বন্দর উপজেলায় স্মৃতি ধরে রাখতে উপজেলা চত্বরে দুটি বৃক্ষরোপন করেন।
অনুষ্ঠানে বন্দর উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
সময় আরো উপস্থিত ছিলেন, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী, বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড রহিমা আক্তার ইতি, প্রাণী সম্পদ কর্মকর্তা সরকার আশরাফুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা ফয়সাল কবির, কৃষি কর্মকর্তা তাসলিমা আক্তার, সমবায় কর্মকর্তা আলাউদ্দিন মিয়া সহ বন্দর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।