বন্দরে সিআর মামলা(৬৯৮/২০২৩)ওয়ারেন্ট মুলে আস মাহামুদ ওরফে খোকন(৫০)কে গ্রেফতার করেছে পুলিশ। ১২জানুয়ারী শুক্রবার ৩টায় বন্দর ইউনিয়নস্থ উলাখ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আস মাহামুদ ওরফে খোকন বন্দর ইউনিয়ন কুলচরিত্র উলাখ এলাকার সোনা মিয়া সরদারের ছেলে।
জানাগেছে,গত শুক্রবার ১২ জানুয়ারী বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর ইউনিয়নের কুলচরিত্র এলাকায় এক কাপড় ব্যবসায়ীর জায়গায় অনধিকার প্রবেশ,হুমকি এমনকি প্রকাশ্যে চাদা দাবীর ঘটনায় সিআর মামলার ওয়ারেন্টে আস মাহামুদ ওরফে খোকন নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে বন্দর থানার এসআই আব্দুল বারেক হাওলাদার। পরে ওই মামলার ওয়ারেন্ট মুলে শুক্রবার বিকেলেই তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়।
এছাড়াও জানা গেছে ধৃত ভুমিদস্যু আস মাহামুদ ওরফে খোকন দীর্ঘদিন ধরে সাধারন মানুষের জমি নিয়ে তালবাহানা করে আসছে। এমনকি তার আপন বোন বিউটি বেগমের জমিও আত্নসাৎ করে বাড়ি ছাড়া করেছে। একই এলাকার হকার খোকনকেও মারধর করে বাড়ি ছাড়া করেছে। একই এলাকার আলী নামে এক কৃষকের যৎসামান্য জমি ক্রয় করে তার পুকুরসহ বেশ কিছু জমি দখলের পায়তারাসহ অসংখ্য মানুষের জমি নিয়ে হয়রানি করছে।