বন্দরে ২ যুবককে আটক করেছে র্যাব-১১। তাদের দাবি আটককৃতরা মাদক ব্যবসায়ী। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকার সাড়ে ৩টায় বন্দর উপজেলার মদনপুর এলাকায় রাফি ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৯ হাজার ৯শ’ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ৩ হাজার ২৯০টাকা, ১টি প্রাইভেটকার, ২টি চেক বই, ৪টি মোবাইল, ৯টি সীম উদ্ধার করা হয় বলে জানায় র্যাব।
আটককৃতরা হলো, কুমিল্লা দেবিদ্বারের শাহাড়পাড় এলাকার মৃত মোহাম্মদ আবদুস সামাদ ভূঁইয়ার ছেলে মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া (৩৭) ও গোপালগঞ্জ কাশিয়ানীর ফুকরা ২ নং ওয়ার্ড এলাকার মো. ফরিদ আহাম্মেদের ছেলে মো. আল আমিন (২৭)।
র্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, তারা দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় মাদকদ্রব্য ট্যাপেনটাডল ট্যাবলেট বিভিন্ন পন্থায়, সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।