বন্দর প্রতিনিধি: বন্দরে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ ভাবে বিদেশী সিগারেট মজুদ করে কালোবাজারে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে ২ দোকানীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার মদনপুর এলাকার ইসমাইল মিয়ার ছেলে ওসমান গনী (৩০) ও চাঁনপুর এলাকার সেলিম মিয়ার বাড়ি ভাড়াটিয়া ও উক্ত এলাকার সাত্তার হোসেন বিশ^াসের ছেলে মনির হোসেন (৩২)। তাদের শনিবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এর আগে গত ১০ জুলাই শুক্রবার বিকেল সাড়ে ৪টায় বন্দর থানার মদনপুর শপিং সেন্টারের সামনে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। ওই সময় র্যাব-১০ গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩৪ প্যাকেট বিভিন্ন ব্রান্ডের সিগারেট জব্দ করে।
এ ব্যাপারে র্যাব-১০ এর উপ-পরিদর্শক মিঠুন উদ্দিন খান বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে এ মামলা রুজু করেন তিনি।