১২ ই রবিউল আওয়াল ১৪৪৩ হিজরী, ২০ অক্টোবর বুধবার বেলা ১২টায় বন্দর সাবেক রেলওয়ে স্টেশনের সোনামণি কিন্ডারগার্টেনে আখেরি জামানার সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী সাইয়েদেনা, হযরত মোহাম্মদ (সা:) পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল, দোয়া ও তবারকের আয়োজন করা হয়।
বাবা শামসুল হুদা দ্বীনে মোহাম্মদী প্রচার কেন্দ্রের প্রচারক বাবা গোলাম মর্তুজা মিলাদুন্নবী (সাঃ)’র তাৎপর্যে তুলে বলেন, মহানবী হুজুর কারীম (স:) আল্লাহর অমরত্ব এবং যাবতীয় বস্তুর সংরক্ষণকারীত্ব। ঐ উক্তি দ্রবয়ের মূলেতে হয়, সহজেই বোধগম্য সৃষ্টির সেরা মানুষ, উভয় ধরাতে, আল্লাহর নূরে রসূল সৃষ্টি, রাসুলের নূরে সকল বস্তুর প্রকাশ, আছে যাহা ভূ-মন্ডল নভোমন্ডলে, আরশ কুর্সী লওহে মাহফুজে, সংরক্ষিত কুরআন ও নব্বই হাজার কালাম, ছিলেন সাঁই নিরাকারে নিরঞ্জন, হয়েছেন প্রকাশ প্রশংসিত মোহাম্মদ নামে এ নশ্বর পৃথিবীতে, করেছিলেন সৃষ্টি প্রথম মানুষ আদম (আ:) কে কুন কালামের অত্যাদেশে এ নশ্বর ভুবনে, একই ভাবে সৃষ্টি আদম (আ:) মোহাম্মদ (সা:) এর নূরেতে, নহে কোনো ঘোরত্ব রবিউল আউয়াল চাঁদের, নাই কোনো শ্রেষ্ঠত্ব ১২ ই রবিউল আউয়াল দিবসের, করতে হবে আপ্রাণ সর্বান্ত:করন চেষ্টা, প্রয়াস, লভিতে আল্লাহ-রাসূলকে,চৈতন্য গুরুর পায়রবিতে, হবে উদযাপিত সর্বক্ষণই জন্ম দিবস বা মহান ১২ ই রবিউল আউয়াল, জীবনান্তে প্রতি নিঃশ্বাসে, হউক সহায় বাবা ও জগত মা, মোদের মঙ্গলের তরে, এই মহান দিবস উপলক্ষে। আমিন।
উক্ত মিলাদ ও দোয়ার মাহফিলে উপস্থিত ছিলেন, রুদ্রবার্তা ও রুদ্রকন্ঠ পত্রিকার সম্পাদক শাহআলম তালুকদার, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৬ নং ওয়ার্ড সাবেক কাউন্সিল আলহাজ্ব সিরাজুল ইসলাম মন্ডল, সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদ, আওয়ামীলীগ নেতা বিপ্লব সাউদ, বিশিষ্ট ব্যবসায়ী ফয়সাল আলম রাজু, নূরে আলম সিদ্দিকী, রুদ্রবার্তা পত্রিকা প্রধান সম্পাদক এনামুল হক দিদার, কবির হোসেন প্রমুখ।