বন্দরে থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৮ মে বৃহস্পতিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ধৃতরা হচ্ছে থানার সোনাচড়া এলাকার আবুল হোসেন মিয়ার ছেলে সুমন(৩৯),একই এলাকার আবুল হোসেন মিয়ার ছেলে নুর আলম নুরা ওরফে রানা (৪২),একই এলাকার ফজল হকের ছেলে সিজান(২৫) ও রামনগর এলাকার মৃত আকবর মিয়ার ছেলে আনার হোসেন আনু(৪৫) ও সোনাচড়া এলাকার মৃত আমির হোসেন ভান্ডারী মিয়ার ছেলে অমিত হোসেন আকাশ(৩৫)।
সুত্রে জানা গেছে,গত বৃহস্পতিবার রাতে বন্দর থানা পুলিশের বিশেষ অভিযানে এসআই বারেক হাওলাদার ও এসআই সাইফুল ইসলাম পাটোয়ারীসহ সঙ্গীয় ফোর্স বন্দরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় ডাকাতি মামলায় ওয়ারেন্টভূক্ত চিহিৃত ৫ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা।
অভিযানে নেতৃত্বদানকারী অফিসার এসআই বারেক হাওলাদার বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বন্দরের বিভিন্ন স্থানে চুরি,ডাকাতি করে আসছিল। এদের নামে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্ট রয়েছে। বিশেষ করে সোনাচড়া এলাকার আবুল হোসেন মিয়ার ছেলে চিহিৃত ডাকাত সুমনের নামে ৬টি ডাকাতি মামলা, আবুল হোসেন মিয়ার ছেলে চিহিৃত ডাকাত নুর আলম নুরা ওরফে রানার নামে রয়েছে ৬টি ডাকাতি মামলা,এছাড়াও ডাকাতির মামলার পলাতক আসামী সিজান,আনার হোসেন আনুর নামে রয়েছে ১টি করে ডাকাতির মামলা।
এছাড়াও ডাকাতির প্রস্তুতি মামলায় সোনাচড়া এলাকার মৃত আমির হোসেন ভান্ডারী মিয়ার ছেলে অমিত হোসেন আকাশকে গ্রেপ্তার করা হয়। এদেরকে শুক্রবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়।