পরিত্যক্ত একটি পিকআপ গাড়ীতে তল্লাশী চালিয়ে চোরাইকৃত অস্ট্রোলিয়ন গাভী ও একটি বাছুর জব্দ করেছে বন্দর থানার টহলরত পুলিশ। গত শনিবার (৫ নভেম্বর) দিবাগত রাত ৪টায় বন্দর উপজেলার মদনগঞ্জ টু মদনপুর সড়কের নবীগঞ্জ টি-হোসেন রোড এলাকা থেকে ওই চোরাইকৃত গরু ২টি উদ্ধার করা হয়।
তথ্য সূত্রে জানা গেছে, অজ্ঞাত নামা চোরের দল অজ্ঞাত স্থান থেকে একটি অস্টোলিয়ান গাভী গরু ও একটি বাছুর চুরি করে ঢাকা মে্েট্রা ন ১৩-৯৮২৮ নাম্বারের একটি পিকআপ যোগে পালিয়ে যাওয়ার সময় বন্দর থানার টহল পুলিশের নজরে পরে।
ওই সময় চোরের দল পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপ গাড়ী ফেলে রেখে প্রান রক্ষার্থে পালিয়ে যায়। পরে পুলিশ উক্ত পিকআপ তল্লাশী চালিয়ে চোরইকৃত গরু ২টি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে বন্দর থানার উপ-পরিদর্শক মফিজুর রহমান জানান, গত শনিবার দিবাগত ভোর রাতে বন্দরে নবীগঞ্জ এলাকায় টহল ডিউটি করার সময় নবীগঞ্জ টি-হোসেন রোড এলাকায় পরিতক্ত অবস্থায় একটি পিকআপ গাড়ী দেখতে পাই। আমাদের সন্দেহ হলে আমরা পিকআপ গাড়ীটি তল্লাশী শুরু করি।
পরে পিকআপ গাড়ী রক্ষিত ১টি অস্টোলিয়ান গাভী গরু ও একটি বাছুর উদ্ধারসহ পিকআপ গাড়ীটি জব্দ করি। সে সাথে উদ্ধারকৃত গরু ২টি প্রকৃত মালিকের সন্ধান পাওয়া জন্য আমাদের কার্যক্রম অব্যহত আছে।