বন্দর থানা, ধামগড় ইউনিয়ন ৭ নং ওয়ার্ডে নয়ামাটি কালিভিটা সংলগ্ন কবরস্থানের পাশে , কৃষক মোঃ আলাউদ্দিন বেপারী এর ৯.৫০ শতাংশ সম্পত্তির মধ্যে পেঁপে,আমড়া,আম কাঁঠাল গাছ সহ বিভিন্ন ধরনের গাছপালা লাগানো হয়েছে। গত ১৮-০৮-২৫ইং তারিখ সকাল অনুমান ৬ ঘটিকার সময় উক্ত জমির পাশের বাড়িওয়ালা মোঃ আমিনুল ইসলাম কৃষক আলাউদ্দিন বেপারীকে ফোন করিয়া জানাই যে তার জমিতে থাকা পেঁপে ও আমরা গাছ কে বা কাহারা কাটিয়ে ফেলিয়াছে, পরবর্তীতে তিনি একই তারিখ বিকাল অনুমান তিন ঘটিকার সময় বন্দর ধামগড় সাকিনস্থ ও নয়া মাটি কালী ভিটা সংলগ্ন কবরস্থানের পাশে তার সম্পত্তিতে গিয়া দেখে যে সেখানে থাকা ফুলফুরিসহ মোট ২৮টি পেঁপে ও অন্যান্য গাছগুলো কাটা অবস্থায় আছে এবং সম্পত্তির চতুর্দিকে থাকা নেট জালের বেড়া কাটিয়া ফেলেছে।গত ১৭-০৮-২৫ ইং দিবাগত রাতে দুষ্কৃতকারীরা এই গাছগুলো নিশংস ভাবে কেটে ফেলে। এখানে কৃষক মোঃ আলাউদ্দিন বেপারীর প্রায় ৫০,০০০ পঞ্চাশ হাজার টাকা ক্ষতি সাধন করে। এ সময় আশেপাশের বিভিন্ন লোকজনরে জিজ্ঞাসাবাদে কে বা কাহারা গাছ কাটিয়েছে তাহার কোন সন্ধান পায় না । এই মর্মে কৃষক মোঃ আলাউদ্দিন বেপারী জানিয়েছে, এমতাবস্থায় ভবিষ্যতে আমাদের আরো বড় ধরনের ক্ষতির আশঙ্কা করিতেছি। তাই,এই বিষয়ে ১৯-০৮-২৫ইং তারিখে থানায় অভিযোগ করা হয়।