বন্দরে ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড এর কার্যক্রম পরিদর্শন করেছেন অন্তবর্তীকালীন সরকারের নৌপরিবহন ও বস্ত্র এবং পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব:) এম. শাখাওয়াত হোসেন।
শনিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় বন্দর থানার সোনাকান্দাস্থ নৌবাহিনী পরিচালিত উল্লেখিত ডকইয়ার্ডে পরির্দশনে আসেন তিনি।
ওই সময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান আরিফ মাহমুদ মোস্তফা ও ভারপ্রাপ্ত সচিব মোঃ নাজিম উদ্দীন প্রমুখ।
কার্যক্রম পরিদর্শন পর মধ্যাহৃভোজ শেষে বিকেল পৌনে ৩টায় সময় নদী পথে স্পিডবোট যোগে ঢাকা উদ্দেশ্য সোনাকান্দা ডকইয়ার্ড ত্যাগ করেন তিনি।