বন্দরে বিএনপি নেতা জামান (৪২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত জামান বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আইসতলা এলাকার হাজী আমিন উদ্দিন মিয়ার ছেলে।
গ্রেপ্তারকৃতকে বুধবার (১৫ নভেম্বর) দুপুরে বন্দর থানার রুজুকৃত ৩৩(১০)২৩ মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। গত মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে বন্দর থানার সাবদী আইশতলা এলাকায় অভিযান চালিয়ে ওই তাকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে বন্দর থানার উপ-পরিদর্শক ফয়েজ হোসেন বাদী হয়ে গত (৩০ অক্টোবর) বন্দর উপজেলা বিএনপি সভাপতি হিরন ও সাধারন সম্পাদক বরিশাইল্ল্যা লিটনসহ ৩১ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ মামলা রুজু করেন।
উল্লেখ্য, বিএনপি ডাকা হরতাল সমর্থনে বন্দর উপজেলা বিএনপি সভাপতি ও সাধারন সম্পাদকসহ বিএনপি নেতৃবৃন্দ গত (২৯ অক্টোবর) হরতাল চলাকালে বন্দর উপজেলা মদনপুর টু মদনগঞ্জ সড়কের ফুলহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তায় টায়ারে অগ্নিসংযোগ করে ককটেল বিস্ফোরন ঘটিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং বেশ কয়েকটি গাড়ী ভাংচুর করে। গাড়ী ভাংচুর ও ককটেল বিস্ফোরনের ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসলে ওই সময় বিক্ষোভরত বিএনপি নেতাকর্মীরা গ্রেপ্তার এড়ানোর জন্য কৌশলে পালিয়ে যায়।