২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা ও পূনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল, তাল, লেবু, নিম, বেল, জাম, কাঠাল, আম চারা বিনামূল্যে বিতরণ করা হয়।
২ জুলাই বুধবার বেলা সাড়ে ১২ টায় বন্দর উপজেলা মিলনায়তনে বন্দর উপজেলা প্রশাসন ও বন্দর উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বন্দর উপজেলা কৃষি অফিসার তাছলিমা আক্তার।
স্বাগত বক্তব্যে কৃষি অফিসার বলেন, শুধু গাছ লাগালে চলবে না এর বিকাশ ঘটাতে গাছের পরিচর্যা করতে হবে, একটা সময় আসবে গাছ লাগানোর আমরা সময়ও পাবো না। সবুজে ঘেরা গাছে ভরে যাবে দেশ।গাছ পরিবেশের সবচেয়ে উপকারী বন্ধু। মানব জীবনে গাছের উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। গাছ শুধু প্রকৃতির শোভা বর্ধনেই নয়, গাছ আমাদের পরিবেশ, জীববৈচিত্র্য এবং মানুষের জীবন বাঁচাতে সহায়তা করে। গাছ থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি, পক্ষান্তরে গাছ মানুষের শরীর থেকে বের হওয়া কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করে। বন্দর কৃষি অফিস থেকে এবার ২৪-২৫ অর্থ বছরে নারকেলের চারা ১৮০০, তালের চারা ২০০, নিম চারা ২৫০০, জাম চারা ২৫০০, কাঁঠাল চারা ২৫০০, বেল চারা ২৫০০, আম চারা ৫০০, লেবু চারা ৯০০ টি বিতরণ করা হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লিয়াকত আলী। বন্দর উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রী, সুশীল সমাজ, রাজনৈতিক ব্যাক্তি ও সাংবাদিক বৃন্দ।