নারায়ণগঞ্জ বন্দরে প্রতিপক্ষদের বিরুদ্ধে থানায় মামলা করায় ব্যবসায়ী নাদিম মাহমুদকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে বন্দর ঝাউতলা এলাকার কিশোর সন্ত্রাসী সিতাবগং এর বিরুদ্ধে। ২৯ মে (বুধবার) বিকেলে ঝাউতলা এলাকায় এ ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে ব্যবসায়ী নাদিম মাহমুদের স্ত্রী আকলিমা আক্তার মিথিলা বাদী হয়ে কিশোর সন্ত্রাসী সিতাবসহ একাধিক সন্ত্রাসীকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় বাদী আকলিমা আক্তার মিথিলা বলেন,গত ৫ মে ঝাউতলা এলাকার কিশোর সন্ত্রাসী সিতাব,আহাদ,সিজান,সোহান,শান্তসহ ৩/৪ জন সংঘবদ্ধ হয়ে ধারালো অস্ত্রসস্ত্রে সুসজ্জিত হয়ে আমার বোনের ছেলে মেরাজুল ইসলামকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুপিয়ে রক্তাক্ত জখম করে। উক্ত ঘটনায় আমার বোন সালমা বেগম উল্লেখিত সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় মামলা করেন। উক্ত মামলায় শান্ত নামে এক সন্ত্রাসীকে পুলিশ আটক করে আদালতে পাঠায় এবং শান্ত আদালত থেকে ২৮ মে জামিনে আসিয়া অপরাপর বিবাদীদের সহায়তায় আমাদের হুমকি প্রদান করিয়া আসিতেছিলো। এরই ধারাবাহিকতায় গত ২৯ মে (বুধবার) বিকেলে ঝাউতলা এলাকায় আমার স্বামী নাদিম মাহমুদ তার ব্যবসা প্রতিষ্ঠান স্বাদ ফাষ্টফুড এ গেলে উল্লেখিত সন্ত্রাসীরা ধারালো অস্ত্র প্রদর্শন করে আমার স্বামীর দোকানে প্রবেশ করে অকথ্য ভাষায় গালমন্দ করে। আমার স্বামী নাদিম মাহমুদ প্রতিবাদ করলে কিশোর সন্ত্রাসী সিতাব ধারালো চাকু দিয়ে মাথায় কুপ দিয়ে রক্তাক্ত জখম করে এবং অপরাপর সন্ত্রাসীরা লোহার রড দিয়ে আমার স্বামীকে এলোপাথারী ভাবে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় আমার স্বামী চিৎকার করলে আশপাশের লোক ছুটে আসলে হামলাকারীরা আমার স্বামীর দোকানপাট ভাঙ্গচুর করে এবং আমার স্বামীকে প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। আহতবস্থায় আমার স্বামীকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, এ ঘটনায় বন্দর থানায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রাহন করা হবে।