নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলর আবুল কায়সার আশাকে ফুলেল শুভেচ্ছা জানানো সেই চিহিৃত মাদক ব্যবসায়ী গাজী (৪০) ও মোশারফ (৩০) নামে ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ১৯ জানুয়ারী রসুলবাগ এলাকার পক্ষে মাদক ব্যবসায়ী গাজী সদ্য সমাপ্ত সিটি নির্বাচনে বিজয়ী কাউন্সিলর আশাকে ফুলেল শুভেচ্ছা জানান।
শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বন্দর থানা পুলিশের গোপন সংবাদের অভিযানে নবনির্বাচিত কাউন্সিলর আবুল কায়সার আশাকে ফুল দেয়া সেই চিহিৃত মাদক ব্যবসায়ী গাজীকে ২৮০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
তথ্যমতে, প্রায় ১ বছর পূর্বে নারায়নগঞ্জ র্যাব-১১’ র টিম গাজীর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকসহ তার স্ত্রী ও ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করেছিল। স্ত্রী, ছেলে ও গাজী ওই মামলায় জামিনে এসে পুনরায় র্যাবের সোর্স পরিচয় দিয়ে চালু করে মাদক ব্যবসা। মাদকের বিরোদ্ধে বক্তব্য দেয়া জনপ্রতিনিধি তো তালিকাভূক্ত কোন মাদক ব্যবসায়ীর শুভেচ্ছায় বরন হতে পারে না। এ নিয়ে ২৩নং ওয়ার্ডের সচেতন মহলের মধ্যে ভিন্নমত সঞ্চার হচ্ছে বলে গুঞ্জন রটেছে।
এ ব্যাপারে ২৩নং ওয়ার্ডের এক সচেতন এলাকাবাসী জানান, সদ্য সমাপ্ত সিটি নির্বাচনে ২৩নং ওয়ার্ডে নবনির্বাচিত কাউন্সিলর আবুল কায়সার আশা মাদকের বিরোদ্ধে একাধিকবার বক্তব্য দিয়েছেন। তিনি এই ওয়ার্ডে কোন মাদক ব্যবসায়ীকে শান্তিতে থাকতে দিবেন না। কোন মাদক ব্যবসায়ীর শুভেচ্ছা গ্রহন করবেন না। অথচ নবীগঞ্জ রসুলবাগ এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ীর শুভেচ্ছায় তিনি সিক্ত হলেন। মাদকের বিরুদ্ধে তার এ কেমন বক্তব্য। এতে করে বুঝা যায় তিনি মাদক ব্যবসায়ী লালন করে ওল্টো মাদকের বিরুদ্ধে শ্লোগান দিচ্ছেন। তার এমন স্বেচ্ছাচারিতার তীব্র নিন্দা জানাই।