বন্দর উপজেলার চাঞ্চল্যকর মিতু হত্যাকান্ডের আরেক অভিযুক্ত সেন্টু শেখকে (৪০) গ্রেফতার করেছে র্যাব-১১। রবিবার (৩১ অক্টোবর) সদর উপজেলা ফতুল্লার জামতলা হাজি ব্রাদার রোড থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
জানা যায়, গত ১৫ জুলাই বন্দরের পচারবাগ সাকিন আকিজের ট্রাক স্ট্যান্ডের অপর পাশে খালের মধ্যে তোষক মোড়ানো এক অজ্ঞাত নারীর গলিত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। জানা যায়, ভুক্তভোগী নারীর নাম মিতু আক্তার (২৮)। পরবর্তীতে পুলিশ সন্দেহভাজন কয়েকজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে নিহত মিতুর স্বামী রুহুল আমিন ওরফে রবিন হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দি প্রদান করে। সেখানে রুহুল বলে, সে তার নিজ স্ত্রী মিতু আক্তার (২৮) কে হত্যা করে এবং মো. সেন্টু শেখ (৪০) লাশ গুম করতে তাকে সহায়তায় করে।
র্যাব জানায়, ৩১ অক্টোবর র্যাব-১১ এর একটি চৌকস আভিযানিক দল ফতুল্লার জামতলা থেকে সেন্টু শেখ (৪০)`কে গ্রেফতার করে।
র্যাব আরো জানায়, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সেন্টু শেখ র্যাবকে জানায় যে, ভিকটিম মিতু আক্তার (২৮) এর লাশ গুম করার কাজে সে ভিকটিমের হত্যাকারী রুহুল আমিন ওরফে রবিনকে সহয়তা করে এবং সে লাশ তোষকে পেচিয়ে খালে ফেলে আসে।
গ্রেফতারকৃত সেন্টু শেখ সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব।