বন্দর প্রতিনিধি: নাসিক ২৭নং ওয়ার্ডের (বন্দরের) কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের এবছরের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। (১২ ফেব্রুয়ারি) সোমবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও মুছাপুর ইউপি চেয়ারম্যান মোঃ মাকসুদ হোসেন বলেন, ‘এটা বিদায় নয়, তোমরা একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে যাচ্ছো মাত্র। ভালো ফলাফল অর্জন করলে আমাদের পরিশ্রম স্বার্থক হবে। শিক্ষকরা পরিশ্রম করেছেন এবং আমরা চেষ্টা করেছি তোমাদেরকে সঠিকভাবে পরিচালিত করার। তোমরা বড় বড় পদে যাবে, প্রতিষ্ঠিত হবে এবং মানুষের মতো মানুষ হবে এই আমাদের প্রত্যাশা। তোমরা যাতে পিতা মাতার ও স্কুলের গৌরব বয়ে আনতে পারো সেই দোয়া করছি। অত্র কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের যে সকল পরীক্ষার্থী এবছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাবে তাদের প্রত্যেককে আমার ব্যক্তিগত তহবিল থেকে ৫০ হাজার টাকা করে পুরস্কার দেয়া হবে’। অত্র স্কুলের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে এসময় ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি শাহ গোলাম রব্বানী ও মুহাম্মদ তায়ফুর রহমান বাবুল, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি মোসামৎ রেক্সোনা, অভিভাবক সদস্য মনিরুজ্জামান, নূর আলম ভূঁইয়া ফারুক, শফিকুল ইসলাম, কো-অপ্ট সদস্য ফিরোজ আহম্মেদ, সাবেক অভিভাবক সদস্য আব্দুল কাইয়ুম, আনোয়ার হোসেন, লিয়াকত আলী, সাবেক সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য নাজমা আক্তার ও বিউটি রহমান, গণ্যমান্য ব্যক্তিবর্গদের মধ্য থেকে মহিউদ্দিন মহিন মাতবর, মোঃ ইকবাল হোসেন, তাওলাদ হোসেন, দেলোয়ার হোসেন ভান্ডারী, অবসরপ্রাপ্ত সার্জেন্ট নূর মোহাম্মদ রনি, শরীফুল ইসলাম গুড্ডু, শাহীন আহম্মেদ ও হাবীবুল্লাহ মিয়া, স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মাওলানা আমির হোসেনের পরিচালিত মুনাজাতে সকল এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া করা সহ অত্র স্কুলের প্রতিষ্ঠাতা মরহুম এম এ রফিক সাহেবের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়েছে।