নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন ছিনতাই হওয়া ব্যালট বাক্স তিন দিনেও উদ্ধার হয়নি। এমনকি মামলাও হয়নি। পুলিশ বলছে এ ব্যাপারে কোনো মামলা না দেয়ায় তারা কাউকে গ্রেফতার করতে পারছেন না। গত ১১ নভেম্বর দ্বিতীয় দফা ইউপি নির্বাচনের দিন ঘটনাটি ঘটে।
নির্বাচনের দিন বক্তাবলী ইউনিয়নের রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দেড়শ ব্যালটসহ বাক্স ছিনতাই করে নিয়ে যায় একটি পক্ষ। ঘটনার তিন দিন পরেও এ ব্যাপারে কোনো মামলা হয়নি।
ফতুল্লা থানার ওসি রকিবুজ্জামান এ ব্যাপারে বলেন, এ ব্যাপারে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার একটি জিডি করেছেন। তারা মামলা করলে আমরা মামলা নিবো। মামলা নিতে আমাদের কোনো অসুবিধা নেই। ছিনতাই হওয়া ব্যালট বাক্স উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন, ব্যালট বাক্স উদ্ধারের চেষ্টা চলছে। মামলা না হওয়ায় কাউকে গ্রেফতার করতে পারছি না।
মামলা করেননি কেন এ প্রশ্নের উত্তরে জেলা নির্বাচন কর্মকর্তা মতিউর রহমান বলেন, ‘জিডি হয়েছে। পুলিশ তদন্ত করে মামলা করবে।’ আপনারা মামলা করেননি কেন, কোনো বাধা ছিলো ? এর উত্তরে তিনি বলেন, রিটার্নিং অফিসার কেন মামলা করেনি এটা সে বলতে পারবে।
এ কেন্দ্রের রিটার্নিং অফিসার ছিলেন বক্তাবলী ইউনিয়ন পশু পালন কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান। তিনি বলেন, ‘আমরা জিডি করেছি। জিডি-ই তো মামলা।’ ‘জিডি আর মামলা তো এক না। কোনো বাধার কারনে মামলা করেননি ?’ এর উত্তরে তিনি বলেন, ‘না কেউ কোনো বাধা দেয়নি।’