নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জে সমস্যার শেষ নেই। আজকে আমরা উঠে গেলাম আর সমস্যার সমাধান হয়ে যাবে এমনটা নয়। আমরা কেউই চাই না সাধারণ মানুষ ক্ষতিগ্রস্থ হোক। কিন্তু একজনের জন্য হাজারো মানুষের সমস্যা হবে সেটা হতে দেবো না। অবৈধ কোন পরিবহন চলবে না। চোখের পর্দা উল্টানো না গেলে আলোচনা করে লাভ হবে না। আমাদের কঠোর হতে হবে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শহরের যানজট ও ফুটপাত দখল সমস্যার সমাধানে গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, রাস্তার দায়িত্ব ট্রাফিক পুলিশের হাতে। ফুটপাত কার হাতে? এটা কি নাসিকের কাছে নাকি মাসলম্যানদের কাছে? আমরা আগে ফুটপাত নিয়ে আন্দোলন করেছি, ফুটপাত উঠানোর কথা বলেছি কিন্তু আমরা এখন ফুটপাত বলতে পারছি না, রাস্তা পর্যন্ত দখল হয়ে গেছে।
এই দখলকারীরা কারা? এরা নারায়ণগঞ্জের বাসিন্দা না। সারা দেশের জন্য আমরা যুদ্ধ করেছি, মানুষ ভালো থাকুক। জায়গার ব্যবস্থা করবো কি করবো না সেটা পরে দেখবো। আমাদের একত্রিত হতে হবে একটা ফুটপাতও দখলে থাকবে না। কিসের ঈদ কিসের রোজা। এটা না থাকলে মাদক, ইভটিজিংও থাকবে না। হাইস্কুল ও নারায়ণগঞ্জ কলেজে ১৫ হাজার শিক্ষার্থী। তাদের জান বের হয়ে যায় পরীক্ষা থাকলে। আমরা বাস কিনে দিয়েছি। কিন্তু কলেজ গেটে বাস কোথা দিয়ে যাবে? কেন এই রাস্তা বারবার উচ্ছেদ করার পরেও কাঁচাবাজার বসে সেখানে?
সেলিম ওসমান আরও বলেন, এখানে কোন রাজনীতি থাকবে না। রাজনীতি একটাই, নারায়ণগঞ্জের মানুষকে শান্তিতে চলাচল করতে দিতে হবে। আমরা মেয়রকে অবশ্যই সহযোগিতা করব। কাউন্সিলররা কেউ আওয়ামীলীগ, জাপা, বিএনপি হইয়েন না। আপনারা জনগণের গোলাম হয়ে কাজ করবেন। আগামী এক বছরের মধ্যে আমরা নারায়ণগঞ্জে কোনো সমস্যা রাখব না। মেয়র আইভী, আমার ছোট ভাই শামীম ওসমানকে নিয়ে আমরা এটা করব।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দীপু’র সভাপতিত্বে আলোচনায় আরও অংশ নেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ভারপ্রাপ্ত পুলিশ সুপার) আমির খসরু, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রুহুল আমিন সাগর ও বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মো. শামসুল কবীর প্রমুখ।
আফজাল হোসেন পন্টির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন।