রুদ্রবার্তা২৪.নেট: নগরীর সড়কের ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদ ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে অভিযান চালিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। বুধবার (২৩ জুন) দুপুরে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের নেৃতত্বে নগরীর মন্ডলপাড়া, ডিআইটি মার্কেট, গুলশান হলের আশেপাশে এই অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বঙ্গবন্ধু সড়কের ফুটপাত দখল করে পণ্যসামগ্রী রাখা ও স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে ১৫ জনকে ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বলেন, ফুটপাতগুলোতে যে অবৈধ স্থাপনাগুলো ছিল সবগুলো আমরা সরিয়ে দিয়েছি। ফুটপাতগুলো অবৈধভাবে দখল ও স্বাস্থ্যবিধি না মানার কারণে আমরা ১৫ জনকে জরিমানা করেছি। আমরা আজকে স্বল্প পরিমাণে জরিমানা করেছি। যদি এতে কোনো কাজ না হয় তাহলে আমরা আরো কঠোর পদক্ষেপ নিবো। মেয়রের সিদ্ধান্তক্রমে সিটি কর্পোরেশনের আওতাভুক্ত এলাকাগুলোতে প্রতি সপ্তাহের দুই দিন আমাদের এই কার্যক্রম চলবে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হীরণ, লাইসেন্স পরিদর্শক শাহাদাৎ হোসেন সুমন, শরিফুল ইসলাম প্রমুখ।