মুক্তিপণ আদায়কারী চক্রের পেশাদার তিন সদস্য কে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো নরসিংদি জেলার মাধবদি থানার দড়িকান্দির আসলাম মিয়ার পুত্র রকিব (২২), নারায়নগঞ্জ জেলার বন্দর থানার রেল লাইন টিন মসজিদ এলাকার মৃত আজগর আলীর পুত্র সালাউদ্দিন (২৪) ও একই থানার শাহী মসজিদ এলাকার বাচ্চু মিয়ার পুত্র আল আমীন (৩০)।
ফতুল্লা থানার পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে জেলার ফতুল্লা ও বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার (২৭ডিসেম্বর) রাতে তাদেরকে গ্রেপ্তার করে।
থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার অপরাধী। জেলাজুড়ে তাদের রয়েছে সংঘবদ্ধ একটি অপরাধ চক্র। তারা দীর্ঘদিন ধরে জেলা শহর ও শহর তলীর আশপাশ এলাকায় ডাকাতি ও কৌশলে মানুষদের জিম্মি করে মুক্তিপন আদায়করার মতো ভয়ংকর অপরাধের জন্ম দিয়ে আসছিলো।
এই পেশাদার অপরাধি চক্রের বেশ কয়েক সদস্যকে দেশীয় তৈরী ধারালো অস্ত্র সহ গ্রেপ্তার করে পুলিশ। তখন গ্রেপ্তারকৃতরা থানা পুলিশের নিকট স্বীকার করে যে জেলা জুড়ে এ সকল অপরাধের জন্য তাদের রয়েছে বিশাল নেটওয়ার্ক।
তাদের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে উন্নতি তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম, উপ-পরিদর্শক হারেস শিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে জেলার ফতুল্লা ও বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রাকিব, সালাউদ্দিন ও আল-আমিন কে গ্রেপ্তার করে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার অপরাধী। তারা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন থানা এলাকায় ডাকাতি, ছিনতাই মুক্তিপন আদায়সহ নানা অপরাধের জন্ম দিয়ে আসছিলো।
তবে সংঘবদ্ধ এই চক্রের সদস্যরা সাধারন নিরীহ শ্রেনীর মানুষদের কে নিজস্ব গোপন আস্তানায় ধরে নিয়ে গিয়ে টর্চার করে পরিবারের সদস্যদের নিকট থেকে বিকাশের মাধ্যমে টাকা এনে মুক্তিপন আদায় করা। সংঘবদ্ধ এই চক্রটির বেশ কয়েক সদস্যকে কয়েকদিন পূর্বে গ্রেপ্তার করে থানা পুলিশ।