ফতুল্লায় অটো রিকশা থামিয়ে ডাকাতির চেষ্টার সময় ডাকাত দলের ছয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো- কামাল হোসেন (৫৫), রাকিব (১৯), সাব্বির (২১), শাকিল (২৪), হারুন (৩০), ফয়সাল (১৯)। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি খেলা পিস্তসহ বেশ কয়েকটি ধারালো অস্ত্র জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে ফতুল্লায় থানায় সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চৌদ্দ থেকে পনের জনের একদল ডাকাত অটো রিকশা থামিয়ে ডাকাতির চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল তাৎডুক সেখানে অভিযান চালায়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সাত আটজন পালিয়ে গেলেও দেশীয় অস্ত্রসহ পুলিশের হাতে ধরা পড়ে ওই ছয়জন। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধিন রয়েছে।
নাজমুল হাসান আরও জানান, একই রাতে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত নয় পলাতক আসামিসহ সাব্বির নামে এক দাগী আসামিকে গ্রেপ্তার করেছে।
সাব্বিরের বিরুদ্ধে ইতিপূর্বে চুরি, ডাকাতি, হত্যা ও মাদকসহ এগারোটি মামলা রয়েছে বলেও জানান তিনি।