ফতুল্লায় তালাকপ্রাপ্ত স্ত্রীর সাথে শারিরীক সম্পর্কের ধারনকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে হাবিব (২৫) নামক এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত হাবিব ঢাকার বংশাল থানার আলু বাজারের হারুন মিয়ার পুত্র। শুক্রবার দুপুরে তাকে ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
ভুক্তভোগী তরুনী জানান, ফেসবুকের মাধ্যমে গ্রেপ্তারকৃত তরুনের সাথে তার পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে ভালবাসার সূত্রপাত হয়। পরিবারের কাউকে না জানিয়ে তারা সাত মাস পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এ সময়ের মধ্যে তারা একাধিকবার শারিরীক সম্পর্কে লিপ্ত হয় এবং গোপনে তা ভিডিও ধারন করে রাখে গ্রেপ্তারকৃত হাবিব।
বিয়ের পর থেকে হাবিব তাদের বাসায় নিয়ে যাবার কথা বলে একাধিক স্থানে নিয়ে গিয়ে শারিরীক সম্পর্ক গড়ে তোলে। কিন্ত বাসায় নিয়ে যাবার কথা বলে নানা তাল বাহানা করে। এক পর্যায়ে সে বুজতে পারে তার সাথে শারিরীক সম্পর্ক বজায় রাখার জন্য হাবিব তাকে মিথ্যে আশ্বাস দিয়ে তার সাথে দৈহিক সম্পর্ক করে যাচ্ছে।
বিষয়টি বুজতে পেরে বিয়ের ছয় মাস পর গত এক মাস পূর্বে সে গ্রেপ্তারকৃত হাবিবকে ডিভোর্স প্রদান করে। বিষয়টি হাবিব মেনে নিতে পারেনি। বিষয়টি হাবিব মেনে নিতে না পেরে পূর্বের শারিরীক সম্পর্কের ধারনকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবার হুমকি দেয়ার পাশাপাশি তার ম্যাসেঞ্জারে পাঠিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার নিকট থেকে ভিডিও ধারনকৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে তিনি জানান।