কিশোর মুছা ইবনে আলম ওরফে মুন্না হত্যা মামলায় জড়িত থাকার সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
ফতুল্লা থানার দাপাইদ্রাকপুর রেল স্টেশন থেকে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) রাতে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হলেন-শামিম ওরফে জয় ওরফে পিচ্চি জয়(২২)। সে ফতুল্লা থানার দাপাইদ্রাকপুরের রেলস্টেশন এলাকার আব্দুল হাই ওরফে ফাডার পুত্র।
মুন্না হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) মোজাম্মেল জানায়, গ্রেফতারকৃত শামীম ওরফে জয় ওরফে পিচ্চি জয়কে মুন্না হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত জয়কে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকালে পুলিশ রাকিব নামক আরো এক সন্দেহভাজন আসামী কে গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য যে, ২৩ফেব্রুয়ারী ভোর ছয়টার দিকে পোস্ট অফিস রোডস্থ এশিয়ান কক্স টায়ার মিলসের ৫ নং গেইটের সামনের রাস্তায় হাজী জালাল আহম্মেদ স্পিনিং মিলের শ্রমিক মুন্না (১৬) কে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে রাস্তায় ফেলে রেখে যায় দূর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মুন্না কে মৃত ঘোষনা করে। এ ঘটনায় নিহতের মা শাহিদা বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
নিহত মুছা ইবনে আলম ওরফে মুন্না ময়মনসিংহ জেলার সদর থানার বলাশপুর রোডের জাহিদুল আলমের পুত্র। মায়ের সাথে সে ফতুল্লা থানার রেল লাইন বটতলাস্থ সাইফুল ইসলামের বাসায় ভাড়ায় থাকতো এবং হাজী জালাল আহম্মেদ স্পিনিং মিলসে চাকুরী করতো।