ফতুল্লার কুতুবপুরে নানা অপকর্মের মূল হোতা ও মাদক ব্যবসায়ী নামধারী যুবলীগ নেতা সাদ্দাম হোসেন তুহিন ওরফে নাক্কু সাদ্দাম ও তার সহযোগী নাঈমকে মাদক সেবনকালে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তাদের উভয়কে ভ্রাম্যমান আদালত এক মাসের সাজা প্রদান করেন।
বৃহস্পতিবার (১৮ মে) সকাল সাড়ে ১১টার দিকে পাগলা পশ্চিম নন্দলালপুর নাক্কাটার বাড়ী মোড় এলাকার মনির মিয়ার রিকশার গ্যারেজ থেকে তাদের আটক করা হয়।
স্থানীয়রা জানায়, নয়ামাটি এলাকার সালাউদ্দিনের ছেলে নাক্কু সাদ্দাম ও তার সহযোগীদের অত্যাচারে স্থানীয়বাসীর জীবন যাত্রা অতিষ্ঠ করে তুলেছিলো। নাক্কু সাদ্দাম ও তার সহোযোগিরা মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, ইভটিজিংসহ বিভিন্ন অপকর্ম করে দাবড়িয়ে বেড়াতো গোটা নন্দলালপুর এলাকা।
তাদের অপরাধের বিরুদ্ধে কেউ মুখ খুলতেও ভয় পায়। তাদের বিরুদ্ধে রয়েছে ফতুল্লা মডেল থানায় একাধিক অপরাধের অভিযোগ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জ তথ্যসূত্রে জানা যায়, উপ-পরিদর্শক হাবিবুর রহমান সজীব ও সঙ্গীয় ফোর্সসহ পশ্চিম নন্দলালপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা কালে দক্ষিণ নয়ামাটি এলাকার সালাউদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন তুহিন ও তার সহযোগী নাঈমকে মাদক সেবনকালে আটক করে।
পরবর্তীতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাদেরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে নারায়ণগঞ্জ জেলখানায় প্রেরণ করে।