ফতুল্লা প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম শরীফ বলে জানা যায়। সে বয়লার অপেরেটর হিসেবে ডাইংটিতে কাজ করতো । ঘটনার পরপরই কারখানাটির সকলেই পালিয়ে গেছে বলে জানায় পুলিশ।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২২ জুন) রাত সাড়ে নয়টার দিকে ফতুল্লা গেইটের বিপরীতে আজাদ ডাইং নামক কারখানায়।
প্রতক্ষ্যদর্শীরা জানায়,রাত সাড়ে ৯টার দিকে বিকট একটি শব্দ শুনতে পায়।তখন আজাদ ডাইয়েংর দিকে তাকিয়ে দেখতে পায় যে ডাইংটির তৃতীয় তলা থেকে ধুয়া বের হচ্ছে।তখন সবাই বয়লার বিস্ফোরনের ধারনা করলেও পরিস্কার ভাবে কেউ কিছু বলতে পারছিলোনা।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হুমায়ুন-১ জানায়,বয়লার বিস্ফোরণের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ডাইং কারখানাটির কাউকে পাওয়া যায়নি।ধারনা করা হচ্ছে বিস্ফোরনের পরপরই মালিক কতৃপক্ষের লোকজন ভয়ে পালিয়ে গেছে।
তিনি আরো জানান,যেখানে বয়লার বিস্ফোরন হয়েছে সেখানে একটি মৃতদেহ পরেছিলো। পরে থাকা মৃতদেহটি বয়লার অপারেটর শরিফের বলে তারা আপাতত জানতে পেরেছে।নিহতের পরিচয় জানার এবং কি কারনে বিস্ফোরন হয়েছে তা জানার চেস্টা করছে পুলিশ।