ফতুল্লার ইসদাইরে একটি ফ্ল্যাট বাসায় বিকট শব্দে রহস্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় হাবিব (৪০) নামে ফ্ল্যাটের এক ভাড়াটিয়া যুবক দগ্ধ হয়। বিস্ফোরণে ফ্ল্যাটের দরজা, জানালাসহ আসবাবপত্র চূর্ণ হয়ে উড়ে যায়।
দগ্ধ হাবিবকে (৪০) রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তার মুখ, হাত ও পায়ের অনেকাংশ দগ্ধ হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। মঙ্গলবার (১ মার্চ) ভোরে ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকার ফয়সাল মিয়ার বাড়িতে এঘটনা ঘটে।
বাড়িওয়ালা ফয়সাল জানান, একটি ফ্ল্যাটের এক রুমে হাবিব একা থাকেন। আর পাশের আরেকটি রুমে ছানোয়ার নামে আরেকজন স্ত্রী সন্তান নিয়ে থাকেন।
বাসার রান্না করার তিতাস গ্যাস প্রায়শই আসা যাওয়া করে। ধারনা করা হচ্ছে ভুলে চূলায় গ্যাস ছাড়া ছিল। ভোরে তা থেকে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরনে দগ্ধ হাবিব দুই বছর ধরে এ বাসায় ভাড়া থাকলেও তার নাম ছাড়া কোন পরিচয়ই জানেন না বাড়িওয়ালা।
দগ্ধ হাবিব জানান, সে ঘুমে ছিল। হঠাৎ বিস্ফোরনে ঘুম ভেঙ্গে দেখেন তার মুখ হাত পা ও শরীরের বিভিন্ন স্থান পুড়ে যায়। এসময় পাশের রুমের ভাড়াটিয়া ছুটে এসে তাকে হাসপাতালে নিয়ে যায়।
পাশের রুমের ভাড়াটিয়া ছানোয়ার জানান, বিকট শব্দে ঘুম ভেঙ্গে দেখি হাবিব ঘরের বাহিরে। শরীরের চামড়া গুলো খসে পড়ছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, এবিষয়ে কেউ আমাদের ম্যাসেজ দেয়নি। তাই আমাদের কোন টিম সেখানে যায়নি।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান জানান, এধরনের কোন ঘটনা আমার জানা নেই।