ফতুল্লায় ৯১ পিছ ফেনসিডিল সহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার(২১ এপ্রিল) রাতে তাকে ফতুল্লা থানার মধ্য নরসিংপুরস্থ নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতর নাম টুম্পা। সে ফতুল্লা থানার মধ্য নরসিংপুরের মাঝির মিয়ার মেয়ে ও রুবেল হোসেনের স্ত্রী। অভিযানের সময় পালিয়ে যেতে সক্ষম হয় রুবেল হোসেন ও নাসির নামের আরেক সহযোগী।
অভিযানে পুলিশ ঘরের ভিতরে একটি লাল রংয়ের প্লাস্টিকের বালতিতে রাখা ৯১ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃত টুম্পা সহ পালিয়ে যাওয়া মধ্য নরসিংপুরের শারজাহানের পুত্র রুবেল (৩৩) ও সিরাজুল ইসলামের পুত্র নাসির(৩৫)’কে আসামী করে মামলা দায়ের করেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সোহাগ সাহা ও সহকারী উপপরিদর্শক জাহিদ সঙ্গীয় ফোর্স সহ ফতুল্লা থানা সীমান্তের মধ্য নরসিংপু এলাকার মাদক ব্যবসায়ী রুবেলের বাড়ীতে অভিযান চালায়। এ সময় পুলিশে উপস্থিতি টের পেয়ে রুবেল ও নাসির পালিয়ে গেলেও টুম্পা কে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ সময় টুম্পার দেখানো মতে পুলিশ ঘরের ভিতরে থাকা একটি লাল রংয়ের বালতির ভিতর থেকে ৯১ পিছ ফেনসিডিল উদ্ধার করে।
এ বিষয়ে অভিযানে নেতৃত্বদানকারী ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সোহাগ সাহা জানায়, শুক্রবার রাতে মুসলিমনগর মধ্য নরসিংপুর এলাকায় এই চালিয়ে টুম্পাকে ৯১ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করা হয়। পালিয়ে যায় রুবেল ও নাসির। পুলিশ বাদী হয়ে মাদক মামলা দায়ের করেছে। পলাতক অপর দুই আসামীকে গ্রেফতারের চেস্টা করছে পুলিশ।